সিলেটশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশে বাল্যবিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছেঃ কবি নাজমুল আনসারী

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মাসব্যাপী বাল্যবিবাহ সচেতনতা ক্যাম্পেইন অষ্টমতম অনুষ্ঠান ২রা নভেম্বর সকাল ১১ টায় সিলেট সদর উপজেলা ৪নং খাদিমপাড়া ২ নং ওয়ার্ডে ইসলামপুর কলোনী বহুমুখী সমবায় সমিতি অফিসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার সভাপতি ও ক্যাম্পেইনের সমন্বয়ক সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন নলেজ হারবার স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাহিত্য সম্পাদক মানবাধিকার কর্মী কবি নাজমুল আনসারী ও মানবাধিকার কর্মী কবি সজ্জাদ আহমদ সাজু।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, বাল্যবিবাহের ফলে অনেক পরিবারে অশান্তি নেমে আসে ও এছাড়া বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়।
বাল্যবিবাহের ফলে নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এতে গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। বাল্যবিবাহের কারনে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। অন্যদিকে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়।
ইউনিসেফের শিশু ও নারী বিষয় প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ৬৪% নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে।
ইউনিসেফের গবেষণার প্রাপ্ত তথ্যানুসারে ১৫ বছরের কমবয়সী মেয়েদের বিয়ের ক্ষেত্রে বাল্যবিবাহের হার সারা বিশ্বে সর্বোচ্চ। বাংলাদেশে শতকরা ২৯ ভাগ মেয়েদের বিয়ে হয় ১৫ বছরের কমবয়সে। বাংলাদেশে ১৮ বছর কমবয়সী মেয়েদের বিয়ের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। এক্ষেত্রে- নাইজার, মধ্যে আফ্রিকা প্রজাতন্ত্র ও চাদ এর পরই বাংলাদেশের অবস্থান। তাই বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা ক্যাম্পেইনের বিকল্প নেই।
আরো উপস্থিত ছিলেন- মোঃ কামাল উদ্দিন, কামাল মিয়া, মোঃ রুকন মিয়া, মোঃ জামাল মিয়া নুরুল মিয়া, বাদশা মিয়া, মোঃ আব্দুর রহমান প্রমুখ।
এছাড়াও এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরীরাও অংশ গ্রহন করেন।